গোটা জানুয়ারি কেটে গেল, Kia-র এই গাড়ি বিক্রি হল না একটাও!

গোটা জানুয়ারি কেটে গেল, Kia-র এই গাড়ি বিক্রি হল না একটাও!

Last Updated:

Kia Ev6- দাম একটু বেশি। Kia EV6-এর এক্স শো রুম মূল্য ৬০.৯৭ লাখ টাকা। আর টপ মডেলের দাম ৬৫.৯৭ লাখ টাকা। তবে এত রকমের ফিচারের কারণেই দাম বেশি রেখেছে কোম্পানি। নজরে রাখা হয়েছে নিরাপত্তার দিকটাও।

News18গোটা জানুয়ারি কেটে গেল, Kia-র এই গাড়ি বিক্রি হল না একটাও!
News18

কলকাতা: একটা গাড়িও বিক্রি হয়নি! জনপ্রিয় গাড়ি নির্মাণকারী সংস্থা Kia-এর মাথায় হাত। সম্প্রতি ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি Kia EV6 বাজারে আনে কোম্পানি। কিন্তু নতুন বছরের জানুয়ারি মাসে এক ইউনিটও বিক্রি হয়নি।

চারচাকার বাজারে Kia জনপ্রিয় ব্র্যান্ড। বিক্রিও ভালই। ৭ হাজারের বেশি গ্রাহক Kia-এর এসইউভি Sonet কিনেছেন। মিড সাইজের এসইউভি Seltos ইতিমধ্যে ৬ হাজারের বেশি বুক হয়েছে। কিন্তু Kia EV6-এর এমন দশা কেন?

Kia EV6 ৫ সিটের ইলেকট্রিক ভেহিক্যাল। এতে 12.3 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের অপশন রয়েছে। দেওয়া হয়েছে 14 স্পিকার মেরিডিয়ান সাউন্ড সিস্টেম, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড এবং পাওয়ারড ফ্রন্ট সিট, ওয়্যারলেস ফোন চার্জিং এবং সানরুফের মতো ফিচার।

দাম একটু বেশি। Kia EV6-এর এক্স শো রুম মূল্য ৬০.৯৭ লাখ টাকা। আর টপ মডেলের দাম ৬৫.৯৭ লাখ টাকা। তবে এত রকমের ফিচারের কারণেই দাম বেশি রেখেছে কোম্পানি। নজরে রাখা হয়েছে নিরাপত্তার দিকটাও।

আরও পড়ুন- আপনার বাড়িও দেখা যাবে Google Maps-এ! কীভাবে লোকেশন রেজিস্টার করবেন? দেখে নিন

সেফটি ফিচার্সের কথা বললে, Kia EV6 মডেলে রয়েছে ৮টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, ADAS টেকনোলজি, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং ব্লাইন্ড স্পট মনিটরিং-এর মতো চমৎকার সব ফিচার।

সঙ্গে দেওয়া হয়েছে ডিজিটাল টাইগার নোজ গ্রিল, সিকোয়েনশিয়াল টার্ন ইনডিকেটর, LED হেডলাইট ও টেল লাইট, এবং স্টাইলিশ অ্যালয় হুইলস। কেবিনের ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে। অত্যন্ত হালকা এবং যাত্রীদের জন্য আরামদায়ক। কেবিনের ফ্লোটিং সেন্টার কনসোল এক নজরে মন টেনে নেয়। নীচের ওপেন স্টোরেজ সেকশন বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

বাজারে Kia EV6-এর প্রতিযোগিতা মূলত BMW i4 এবং hyundai ioniq 5-এর মতো ইভি-এর সঙ্গেই। জানুয়ারি মাসে এই দুটি গাড়ির বিক্রি ভালই হয়েছে। কিন্তু বিক্রির দিক থেকে পিছিয়ে পড়েছে Kia EV6। জানুয়ারি মাসে একটা গাড়িও বিক্রি হয়নি। ফোর হুইলার বিশেষজ্ঞরা বলছেন, অপ্রত্যাশিত ঘটনা।

Kia EV6-এর পাওয়ারট্রেনও তুলনাহীন। এতে দেওয়া হয়েছে 77.4 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। Kia-এর দাবি, এই ইলেকট্রিক এসইউভি সিঙ্গেল চার্জে 528 কিলোমিটার পাড়ি দিতে পারে। 50 কিলোওয়াট ডি সি ফাস্ট চার্জার সাপোর্ট করে, ফলে মাত্র ১ ঘণ্টা ১৩ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। তবে যদি বাড়িতে চার্জ করা হয়, তাহলে ফুল চার্জ হতে ৩৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

Next Article

Tech News: vivo V50 থেকে iQOO Neo 10R, চলতি মাসেই বাজারে আসতে চলেছে মাঝারি বাজেটের বেশ কিছু স্মার্টফোন; দেখে নিন তালিকা

Scroll to Top