এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হার দেখেছিল শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ছিল দলটির। তবে তা এড়িয়েছে। তৃতীয় দিন শেষে ৫৪ রানের লিড নিয়েছে লঙ্কানরা।
গল টেস্টে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ব্যাটে নেমে ৯৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় স্বাগতিক দল। জবাবে নেমে ১০৬.৪ ওভারে ৪১৪ রানে থামে অস্ট্রেলিয়া। ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে ৮ উইকেটে ২১১ রান করে তৃতীয় দিন শেষ করেছে তারা। ৫৪ রানের লিড নিয়ে চতুর্থদিন ব্যাটে নামবেন ৪৮ রান করা কুশল মেন্ডিস। তার সঙ্গী হবেন নিশান পেরিস অথবা লাহিরু কুমারা।
স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৩০ রান করে দ্বিতীয় শেষ করেছিল অস্ট্রেলিয়া। ৭৩ রানে এগিয়ে থেকে স্মিথ ও ক্যারি তৃতীয় দিন শুরু করেন। ২০ রান যোগ করে জুটি ভাঙে। স্মিথ ফিরে যান ১৩১ রান করেন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় সফরকারী দলটি। শেষ অবধি তাদের সংগ্রহ দাঁড়ায় ৪১৪ রান। ক্যারি ১৮৮ বলে ১৫৬ রান করেন। এছাড়া বিউ ওয়েবস্টারের ব্যাট থেকে আসে ৩১ রান।
![](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2024/02/Channeliadds-Reneta-16-04-2024.gif?fit=300%2C250&ssl=1)
লঙ্কানদের হয়ে প্রবাথ জয়সুরিয়া ৫ উইকেট নেন। নিশান পেরিস তিনটি এবং রামেশ মেন্ডিস দুটি করে উইকেট নেন।
১৫৭ রান সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে লঙ্কান ব্যাটাররা সুবিধা করতে পারেননি। নিয়মিত বিরতিতেই উইকেট বিলিয়ে আসছেন তারা। সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এছাড়া ৪৮ রানে অপরাজিত আছেন কুশল মেন্ডিস। বাকিদের মধ্যে ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ রান করেন।
তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথেউ কুহনেম্যান চার উইকেট নেন। নাথান লায়ন নেন তিন উইকেট।