ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত – DesheBideshe

ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত – DesheBideshe

ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত – DesheBideshe

ওয়াশিংটন, ০৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র দুই হাজার ২০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা শেষ মুহূর্তে স্থগিত করেছে আদালত।

সংস্থাটিকে রক্ষা করার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করেছিলো দু’টি ইউনিয়ন।

সেই পরিপ্রেক্ষিতে বিচারক কার্ল নিকোলস খুবই “সীমিত” সময়ের জন্য ডোনাল্ড ট্রাম্পের ওই পরিকল্পনা কার্যকরের বিষয়ে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত, এক সপ্তাহের জন্য এই আদেশ বহাল থাকবে।

ডোনাল্ড ট্রাম্পের যুক্তি হলো, ইউএসএআইডির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের সদ্ব্যবহার করা হচ্ছে না, তাই তিনি এটি বিলুপ্ত করতে চান। তারই ধারাবাহিকতায় তিনি সংস্থাটির প্রায় ১০ হাজার কর্মীর মাঝে কেবল ৬১১ জন কর্মীকে রেখে বাকিদেরকে ছুটিতে পাঠাতে চান।

ইতোমধ্যে প্রায় ৫০০ জন কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিলো এবং শুক্রবার মধ্যরাত থেকে ওই দুই হাজার ২০০ জন কর্মীও তাদের কাতারে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দায়ের করা একটি মামলায় যুক্তি দেওয়া হয় যে সরকার সংবিধান বহির্ভূত কাজ করছে। যার ফলে কর্মীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বিচারক কার্ল নিকোলস ইউনিয়নের পক্ষে রায় দিয়ে বলেন, যে এখানে আদালত হস্তক্ষেপ না করলে সরকারের কোনও ক্ষতি না হলেও কর্মীদের অপূরণীয় ক্ষতি হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫



Scroll to Top