ফের আতঙ্ক! জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা, পালাচ্ছে গবাদি পশু… থমথমে বেলপাহাড়ি

ফের আতঙ্ক! জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা, পালাচ্ছে গবাদি পশু… থমথমে বেলপাহাড়ি

Last Updated:

গ্রামবাসীদের অহেতুক আতঙ্কিত না হয়ে সাবধানে চলা ফেরা করার পরমর্শ বনদফতরের।

News18ফের আতঙ্ক! জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা, পালাচ্ছে গবাদি পশু… থমথমে বেলপাহাড়ি
News18

বেলপাহাড়ি: বেলপাহাড়ির ভুলাভেদা রেঞ্জের কেতকিঝর্না এলাকায় ফের বাঘের আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই কেতকিঝর্না এলাকায় ঘুরে বেরাচ্ছে বাঘ। জঙ্গলে চড়াতে নিয়ে যাওয়া গবাদি পশুকে বাঘে ধরেছে বলে অভিযোগ। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। নিষিদ্ধ করা হয় জঙ্গলে ঢোকা।

Next Article

Nadia News: বিয়েবাড়ি ফেল! ফুচকা স্টল থেকে আইস্ক্রিম, সরস্বতী পুজোর খাওয়া-দাওয়ায় নজির গড়ল সরকারি স্কুল

Scroll to Top