Last Updated:
কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। ওই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির রমেশ বিধুরী এবং কংগ্রেসের অলকা লম্বা।
![Delhi Election ECI Results 2025: ২৭ বছর পরে রাজধানীতে ফের গেরুয়া ঝড়? দিল্লিতে এগিয়ে বিজেপি, অনেক পিছনে কেজরী, অতীশী… মিলতে চলেছে বুথফেরত সমীক্ষা? Delhi Election ECI Results 2025: ২৭ বছর পরে রাজধানীতে ফের গেরুয়া ঝড়? দিল্লিতে এগিয়ে বিজেপি, অনেক পিছনে কেজরী, অতীশী… মিলতে চলেছে বুথফেরত সমীক্ষা?](https://images.news18.com/static-bengali/uploads/2025/02/delhi-2025-02-c5e4ff8f73f45b3ff5c09acde3d6ec10.jpg?impolicy=website&width=415&height=270)
নয়াদিল্লি: আম আদমি পার্টির হ্যাটট্রিক নাকি ২৭ বছর পর দিল্লি দখল করবে বিজেপি ? আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপিই। এখনও পর্যন্ত ৪২ আসনে এগিয়ে বিজেপি, ২৮ আসনে আপ। তবে থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। তাঁর কথায়, দিল্লির রায় থাকবে কেজরীলালের পক্ষেই। পিছিয়ে রয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল, মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। পিছিয়ে মণীশ সিসৌদিয়াও।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এক্সিট পোল বিজেপির জয় এবং আম আদমি পার্টির পরাজয়ের পূর্বাভাস দিয়েছে। তবে চূড়ান্ত ফলই জানাবে রাজনৈতিক দলগুলির ভাগ্য। প্রতিটি নির্বাচনের মতোই এবারেও আপ এবং বিজেপি উভয় দলের বেশ কয়েকজন নেতা প্রার্থনা করার জন্য সকাল সকাল মন্দিরে দর্শন সেরেছেন। উৎকণ্ঠা ভোটারদের মধ্যেও।
আরও পড়ুন: ২০০ টাকার নোট কি বন্ধ হয়ে যাবে…? গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল আরবিআই, অবশ্যই জানুন!
গত দুটি নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ কংগ্রেসও আশা করছে যে তারা আরও শক্তিশালী হবে। রাজনৈতিক দলগুলির মধ্যে চূড়ান্ত চাপা উত্তেজনা। এদিকে গণনা কেন্দ্রগুলিতে রয়েছে কড়া নিরাপত্তা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 08, 2025 9:59 AM IST
Delhi Election Results 2025: দিল্লি নির্বাচনের ফল ঘোষণা! কে জিতবে, বিজেপি না আপ, ৭০ আসনের ভাগ্যনির্ধারণ