বিপিএলে মিরাজ-তামিমসহ যাদের হাতে উঠেছে পুরস্কার | চ্যানেল আই অনলাইন

বিপিএলে মিরাজ-তামিমসহ যাদের হাতে উঠেছে পুরস্কার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফাইনালে বরিশালের সামনে চ্যালেঞ্জটা ছিল রেকর্ড গড়েই জিততে হবে। ১৯৫ রানের লক্ষ্যে নেমে বরিশাল তা করে দেখিয়েছে। টানা দ্বিতীয়বার শিরোপার জেতা ভিতটা ফাইনালে গড়ে দেন তামিম ইকবাল। ৯ চার এবং ১ ছক্কায় ২৯ বলে করেন ৫৪ রান। বরিশালকে দুর্দান্ত শুরু এনে দিয়ে ফাইনাল সেরার পুরস্কারটা নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। বরিশাল অধিনায়কের মতোই আরও একজন অধিনায়কও পেয়েছেন সেরার খেতাব। খুলনা টাইগার্সের নেতৃত্ব দেয়া মেহেদি হাসান মিরাজের হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার।

সব মিলিয়ে বিপিএলে ৫ কোটি ৩১ লাখ টাকার অর্থ পুরস্কার দেয়া হয়েছে। গত আসরের চেয়ে যা ২ কোটি ৩ লাখ টাকা বেশি। চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেছে আড়াই কোটি টাকা। রানার্সআপ চিটাগং পেয়েছে দেড় কোটি। তিনে থেকে টুর্নামেন্ট শেষ করা খুলনা ৬০ লাখ এবং চারে শেষ করা রংপুর পেয়েছে ৪০ টাকা।

দলগত পুরস্কারের বাইরেও খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আরও ছয় ক্যাটাগরিতে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একনজরে দেখে নেয়া যাক কারা পেলেন কোন পুরস্কার-

ফাইনাল সেরা- ফাইনালের সেরা ক্রিকেটার তামিম ইকবাল ট্রফির পাশাপাশি পেয়েছেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

টুর্নামেন্ট সেরা- আসর জুড়ে দারুণ করেছেন মেহেদী হাসান মিরাজ। ১৪ ম্যাচে ব্যাট ৩৫৫ রান এবং বল হাতে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন খুলনা টাইগার্সের অধিনায়ক। ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কার পেলেন তিনি।

ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট- লিগপর্ব থেকে ঢাকা ক্যাপিটালস বাদ পড়লেও ব্যাট হাতে আসরের শুরু থেকেই ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। ১২ ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে চার ফিফটিতে ৪৮৫ রান করেন। আসরে সর্বোচ্চ ৩৬টি ছক্কার মালিকও তিনি। দারুণ পারফর্ম করে জিতেছেন বিপিএলের প্রথম ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট পুরস্কার। ট্রফির সঙ্গে পেয়েছেন ৩ লাখ টাকা।

সর্বোচ্চ রান সংগ্রাহক- এক সেঞ্চুরির সঙ্গে তিন ফিফটিতে আসরে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার মোহাম্মদ নাঈম শেখ। ট্রফির পাশাপাশি পেলেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

সর্বোচ্চ উইকেট শিকারী- দুর্বার রাজশাহী বাদ পড়েছে লিগপর্ব থেকেই। তবে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর মুকুট তাসকিন আহমেদের মাথায়। ট্রফির পাশাপাশি পেলেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

টুর্নামেন্ট সেরা ফিল্ডার- আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। তার পকেটে গেছে ৩ লাখ টাকা।

Scroll to Top