Last Updated:
শরদিপ্রধান শিক্ষকের অভিযোগ,গত ৩১ জানুয়ারি, শুক্রবার তিনি স্কুলে নিজের ঘরে ছিলেন। সেই সময় স্কুলে আসেন গ্রামেরই সুমন্ত ঘোষ, বাসুদেব হাজরা, স্বরূপ কোলে নামে কয়েকজন অভিভাবক।
![Purba Bardhaman: গলায় রিভলভার ঠেকিয়ে প্রধান শিক্ষককে খুনের হুমকি অভিভাবকদের? কারণ জানলে অবাক হবেন Purba Bardhaman: গলায় রিভলভার ঠেকিয়ে প্রধান শিক্ষককে খুনের হুমকি অভিভাবকদের? কারণ জানলে অবাক হবেন](https://images.news18.com/static-bengali/uploads/2025/02/Bardhaman-School-2025-02-30a79ed76c1695fefe06c4c890bcbab0.jpg?impolicy=website&width=415&height=270)
শরদিন্দু ঘোষ, মেমারি: প্রধান শিক্ষকের কাছে সরস্বতী পুজোয় পাঁচ হাজার টাকা চাঁদা চেয়েছিল অভিভাবকরা।সেই টাকা না দেওয়ায় প্রধান শিক্ষকের গলায় রিভলভার ধরার অভিযোগ কয়েক জন অভিভাবকের বিরুদ্ধে। উইকেট দিয়ে মুখে মারার অভিযোগ।বুকে ঘুষি মারারও অভিযোগ।গলার সোনার চেন, পকেটের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ।বৃহস্পতিবার মেমারি থানায় অভিযোগ দায়ের করেন ওই প্রধান শিক্ষক।
পূর্ব বর্ধমানের মেমারির মগলামপুর ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা।গত শুক্রবার এই ঘটনা ঘটে। আতঙ্কে সেদিন থেকে স্কুলে যাচ্ছেন না প্রধান শিক্ষক। অভিভাবকদের পাল্টা দাবি, প্রধান শিক্ষক মানসিক ভারসাম্যহীন, তিনি স্কুলে গিয়ে ঘুমোন৷ প্রধান শিক্ষকের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অভিযুক্ত অভিভাবকদের।
আরও পড়ুন: চোরা পথে আমেরিকা যেতে কত খরচ? দশ বছরের ছেলেকে নিয়ে স্বপ্নভঙ্গ তরুণীর, পথে বসার অবস্থা
সরস্বতী পুজো করার নামে স্কুলের প্রধান শিক্ষকের ঘরে ঢুকে পাঁচ হাজার টাকা চাঁদা চাওয়া এবং তা না দেওয়ায় প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল মেমারির চোৎখণ্ড মগলামপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনায় একদিকে যেমন স্কুলে সরস্বতী পুজোই হল না, অন্যদিকে, আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে বাড়িতে বসে রয়েছেন প্রধান শিক্ষক প্রদীপকুমার বিশ্বাস। এই ঘটনায় মেমারি থানায় কয়েক জনের নামে সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেমারির মগলামপুর গ্রামে।
প্রধান শিক্ষকের অভিযোগ,গত ৩১ জানুয়ারি, শুক্রবার তিনি স্কুলে নিজের ঘরে ছিলেন। সেই সময় স্কুলে আসেন গ্রামেরই সুমন্ত ঘোষ, বাসুদেব হাজরা, স্বরূপ কোলে নামে কয়েকজন অভিভাবক। তাঁদের সঙ্গে আরও ১০-১২জন ছিলেন। তাঁরা তাঁর কাছে সরস্বতী পুজোর জন্য ৫ হাজার টাকা চান। তিনি তা দিতে পারবেন না বলায় তাঁকে তাঁর ঘরেই বেধড়ক মারধর করা হয়। এমন কি, তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেই সুমন্ত ঘোষ, বাসুদেব হাজরা উভয়েই জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে প্রধান শিক্ষক সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন। তাঁদের ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে। তাই ওইদিন তাঁরা স্কুলে গিয়েছিলেন স্কুলে সরস্বতী পুজো হবে কি না জানতে। এ বিষয়ে জিজ্ঞাসা করায় প্রধান শিক্ষক জানান, তিনি ঠাকুর কেনার টাকা দিয়ে দিয়েছেন একজনকে।এর বেশি তিনি কিছু জানেন না।স্কুলে সরস্বতী পুজো হলেও অভিভাবক বা ছেলেমেয়েদের প্রধান শিক্ষক কিছুই জানাননি। এ বিষয়েই তাঁরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বলে দাবি ওই অভিভাবকদের৷
Kolkata,West Bengal
February 07, 2025 8:47 PM IST
South 24 Parganas News: ১৫০০ ডেঙ্গির আঁতুরঘর! গরমকাল আসতে না আসতেই আতঙ্ক বাড়ছে এই জেলায়, চলছে প্রশাসনিক লড়াইও