এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নানা নাটকীয়তা ও আলোচনা-সমালোচনার পর গড়াতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে আসর মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা ছিল। হয়নি ক্যাপ্টেন্স মিট। ট্রফির সঙ্গে অংশগ্রহণকারী দলের অধিনায়কদের ফটোসেশনও আয়োজন করা হয়নি। সবকিছু ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আমেজ বইতে শুরু করেছে, প্রকাশ করা হল আসরের থিম সংও।
আইসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শুক্রবার দুপুরে ‘জিতো বাজি খেল কে’ নামের থিম সংটি প্রকাশ করা হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম।
গানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ সিদ্দিকী এবং লিখেছেন আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ। মিউজিক ভিডিওতে পাকিস্তানের বৈচিত্র্যময় সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। রাস্তার প্রাণচাঞ্চল্য, বাজারের কোলাহল ও স্টেডিয়ামের উচ্ছ্বাস-সবকিছুই খেলাটির প্রতি ভালোবাসার দারুণ প্রতিফলন ঘটায়।
The wait is over! 🎉
Sing along to the official song of the #ChampionsTrophy, Jeeto Baazi Khel Ke, featuring the master of melody @itsaadee 🎶🏆 pic.twitter.com/KzwwylN8ki
— ICC (@ICC) February 7, 2025
অনুভূতি প্রকাশ করতে গিয়ে আতিফ আসলাম বলেছেন, ‘আমার ক্রিকেট খুব ভালো লাগে এবং ছোটবেলা থেকে ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। খেলাটির প্রতি ভালোবাসা ও বোঝাপড়ার কারণে দর্শকদের উদ্দীপনা, উচ্ছ্বাস ও অনুভূতিগুলোর সঙ্গে একজন ভক্ত হিসেবে গভীরভাবে সম্পৃক্ত। আবেগে ভরপুর ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংয়ের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’
আসর শুরুর ১২ দিন আগে প্রকাশ হল গানটি। ২৯ বছর পর প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট গড়াতে চলেছে পাকিস্তানে। যদিও ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তানই থাকছে ভারতের ম্যাচগুলো দুবাইতে হলেও। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।