বিপিএল ফাইনাল: গ্যালারি হাউজফুল, বাইরে জনসমুদ্র | চ্যানেল আই অনলাইন

বিপিএল ফাইনাল: গ্যালারি হাউজফুল, বাইরে জনসমুদ্র | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেন লাল সমুদ্র। ফরচুন বরিশালের দর্শকদের সমাগমে মুখর হোম অব ক্রিকেটের গ্যালারি। উপলক্ষ বিপিএল ১১তম আসরের ফাইনাল। শিরোপা মঞ্চে চিটাগং কিংসের বিপক্ষে লড়ছে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল। টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার মিশনে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের সমর্থন জোগাতে গ্যালারিতে বরিশালের সমর্থক ঢল। অন্যদিকে আছে চিটাগং কিংসের ভক্তরাও। সবমিলিয়ে ম্যাচ শুরুর আগে থেকে ভরপুর মিরপুরের গ্যালারি।

সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছে আসরের ফাইনাল। বিপিএলের শুরু থেকেই আলোচনায় বরিশালের সর্মথকরা। ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রাম যেখানেই খেলা হোক না কেনো, সেখানেই বরিশালের সমর্থন ছিল দেখার মতো। ফাইনালেও ব্যতিক্রম হয়নি।

শুক্রবার সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামে সমাগম দর্শকদের। দুপুরের পর গেট খোলার কিছু্ক্ষণের মধ্যে ভরে যায় গ্যালারি। সমর্থকদের মধ্যে বরিশালের সমর্থকদের উপস্থিতি চোখে লাগার মতো। তবে ছড়িয়ে-ছিটিয়ে কিছু চিটাগংয়ের সমর্থকও দেখা গেছে।

গ্যালারি হাউজফুল হলেও স্টেডিয়ামের গেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই টিকিট পাননি। কাউন্টারে টিকিট শেষের কথা দুপুরের আগে জানিয়ে দিয়েছিল বিসিবি। তারপরও অন্যভাবে টিকিট ম্যানেজ করতে ছুটছেন অনেকে। অভিযোগ রয়েছে কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ফাইনালের টিকিট।

Scroll to Top