এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ব্রাজিলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে এসব হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় নিউজ নেটওয়ার্ক গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকাল থেকে পেরনামবুকোর রাজধানী রেসিফ শহরে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রেসিফের মেয়র জোয়াও ক্যাম্পোস শহরের বেশ কয়েকটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করেছেন। এছাড়া ভূমিধসের কারণে ৯০টিরও বেশি পরিবারকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
![](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2024/02/Channeliadds-Reneta-16-04-2024.gif?fit=300%2C250&ssl=1)
রেসিফ মেট্রোপলিটন এলাকার কমপক্ষে ১৮টি পৌরসভা বন্যায়ি পাম্পিং সমস্যার কারণে সুপেয় পানি বিতরণ করার ঘোষণা দিয়েছে।
মেয়রের কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কারণে রেসিফে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।