গালি দিলেও বলব থামুন: উপদেষ্টা মাহফুজ

গালি দিলেও বলব থামুন: উপদেষ্টা মাহফুজ

‘আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লিখেন, থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৩ মিনিটে এক ফেসবুক পোস্টে এসব কথা লেখেন তিনি।

তিনি লিখেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদের প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।  

গালি দিলেও বলব থামুন: উপদেষ্টা মাহফুজ

মাহফুজ আরো লেখেন, এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এ দেশের জন্য ভালো।

তিনি বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের ওপর ছায়া না ফেলে। আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নাই।

Scroll to Top