রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে গ্রেপ্তারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
আজ শুক্রবার রাতে ডিবি পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শাওনকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এখনো আমরা শাওনকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। তিনি যেসব তথ্য দিচ্ছেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে মামলা হবে কি-না বা কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে কি-না তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি ভারতের কলকাতার হোটেল পার্কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, ‘ভারতে আওয়ামী লীগের অনুষ্ঠিত একটি সভায় শাওন অংশ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সেই বিষয় নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’