সংগীত ক্যারিয়ারে বাঁধন সরকার পূজার যতটি জনপ্রিয় মৌলিক গান রয়েছে তার প্রজন্মের খুব বেশি শিল্পীর তা নেই। প্রায় দেড় যুগের ক্যারিয়ারে গান গেয়েছেন অসংখ্য। পূজা শিকার করলেন, তার মধ্যে সিংহভাগই রোমান্টিক মেলোডিয়াস গান কিংবা সফট গান।
কিন্তু এবার ভক্ত শ্রোতাদের চমকে দিতে হাজির এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। নতুন বছরের ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হলেন পূজা। আজ বুধবার বিকেলে উন্মুক্ত হয়েছে ‘এক জনমে হাজার মরণ’ শিরোনামের মিউজিক ভিডিও।
![নতুন করে প্রেমে পড়েছেন আমির খান নতুন করে প্রেমে পড়েছেন আমির খান](https://imaginary.barta24.com/resize?width=700&quality=100&type=webp&path=uploads/news/2025/Feb/05/1738762924536.jpg)
আর গানেই রয়েছে চমক। পূজাকে সচারচর যে ধরনের গানে পাওয়া যায়, এই গানটি তার চেয়ে একেবারেই আলাদা। পূজা নাকি গানটি গেয়েছেন কণ্ঠস্বর অনেকটা মোটা করে। মিউজিক ভিডিওতেও হাজির হয়েছেন ভিন্ন আঙ্গিকে।
ফোক ফিউশন ধারার গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল এবং সুর-সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গান ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
![](https://imaginary.barta24.com/resize?width=700&quality=100&type=webp&path=uploads/news/2025/Feb/05/1738762936189.jpg)
নতুন গানটি প্রসঙ্গে বাঁধন সরকার পূজা বার্তা২৪.কমকে বলেন, ‘নতুন বছরে এখন পর্যন্ত আমার কোনো গান আসেনি। এটিই এ বছরের প্রথম গান। সচরাচর ভক্তরা আমাকে যেভাবে গাইতে শোনেন, এটা একদমই এ রকম না। একটু ভিন্ন রকম আমেজেই তৈরি। সেটা আমার গায়কির ক্ষেত্রেও, এমনকি ভিডিওর ক্ষেত্রেও। দুই ভাবেই শ্রোতারা সারপ্রাইজ হবেন বলে আমার বিশ্বাস।’
গানটি উন্মুক্ত হয়েছে পূজার নিজের ইউটিউব চ্যানেলে ‘পূজা’-এ। গানটি ইউটিউবে দেখার পর কয়েকজন কমেন্টেও লিখেছেন যে, সত্যি পূজাকে একেবারেই নতুনভাবে আবিষ্কার করেছেন তারা। নতুন এই নতুন গায়কীও পছন্দ করেছে ভক্তরা।