এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কারাবাও কাপে সেমিতে দুই লেগ মিলে ৪-০ গোলে আর্সেনালকে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। দ্বিতীয় লেগের সেমিতে ঘরের মাঠে দ্বিতীয় গোল করেন উইঙ্গার অ্যান্থনি গর্ডন। এরপর আর্লিং হালান্ডের সেই উক্তি সতীর্থদের ‘বিনয়ী’ হওয়ার কথা বলেছেন তিনি।
ইংল্যান্ডের ফরোয়ার্ড বলেছেন, ‘আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিনয়ী থাকা। ফাইনাল অনেক বড় ব্যাপার। কিন্তু সেটা অনেক দূরে। অসাধারণ অনুভূতি হচ্ছে। পুরোপুরি দলীয় পারফরম্যান্স এবং আমাদের জয় হয়েছে।’
‘আমাদের ভক্তরা কখনই প্রশ্নবিদ্ধ নয়, তারা প্রতিপক্ষের জন্য ম্যাচ কঠিন করে তোলে এবং আমরা তার সঠিক ব্যবহার করতে পেরেছি। আমাদের যে পরিকল্পনা ছিল তা কাজ করবে বলে মনে করেছিলাম। সবাই সেটা জানতো।’
কারাবাও কাপের সেমির প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেড ২-০ গোলে জিতেছিল আর্সেনালের বিপক্ষে। দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জিতেছে দলটি। ১৬ মার্চ ফাইনালে তাদের সাথে লিভারপুল নাকি টটেনহ্যাম হটস্পার যাবে তা ঠিক হবে রাতে।