EAM S Jaishankar: ‘কেবল ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না’! হাতে হাতকড়া, পায়ে বেড়ি…অবৈধ অভিবাসী সম্পর্কে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী

EAM S Jaishankar: ‘কেবল ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না’! হাতে হাতকড়া, পায়ে বেড়ি…অবৈধ অভিবাসী সম্পর্কে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী

Last Updated:

EAM S Jaishankar on US deportation: ড: জয়শঙ্কর বলেন, ‘‘সব দেশের উচিত তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া যদি তারা বিদেশে অবৈধভাবে বসবাস করে থাকে।’’

‘কেবল ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না’! হাতে হাতকড়া, পায়ে বেড়ি...অবৈধ অভিবাসী সম্পর্কে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রীEAM S Jaishankar: ‘কেবল ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না’! হাতে হাতকড়া, পায়ে বেড়ি…অবৈধ অভিবাসী সম্পর্কে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী
‘কেবল ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না’! হাতে হাতকড়া, পায়ে বেড়ি…অবৈধ অভিবাসী সম্পর্কে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী

নয়াদিল্লি: হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে আমেরিকা থেকে বেআইনিভাবে বসবাসকারী ২০৫ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠায় ট্রাম্প সরকার। বৃহস্পতিবার এই নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করে বিরোধীরা। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এদিন রাজ‍্যসভায় বলেন, অতীতেও এমন ঘটনা ঘটেছে, ‘এটা কোনও নতুন ঘটনা নয়।’

বেআইনি অভিবাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বললেন বিদেশমন্ত্রী। যেকোনও দেশেরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে, এবং প্রতিটি দেশেরই উচিত অন‍্য দেশে অবৈধভাবে বসবাসকারীদের ফেরত নেওয়া। ড: জয়শঙ্কর বলেন, ‘‘সব দেশের উচিত তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া যদি তারা বিদেশে অবৈধভাবে বসবাস করে থাকে।’’

আরও পড়ুন: ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ১ টাকাও খরচ করতে হবে না, ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’! বেরিয়ে আসবে না জল, চাল

অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যাতে কোনও খারাপ আচরণ না করা সে বিষয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখে ভারত সরকার, এদিন জানান বিদেশমন্ত্রী। শুধুমাত্র ভারতীয় নয়, অন্য দেশের অবৈধবাসীদের ক্ষেত্রেও ট্রাম্প সরকার প্রত্যর্পণ নীতি প্রয়োগ করছে জানিয়ে তিনি বলেন, ‘‘এমন ঘটনা শুধু ভারতীয়দের সঙ্গে হচ্ছে না।’’ যদিও অমৃতসরে বিমানে হাত-পায়ে বেড়ি পরা অবস্থাতেই পৌঁছন প্রায় দুই শতাধিক ভারতীয়। তার পর থেকেই এ বিষয়ে সুর তুলেছেন বিরোধীরা।

প্রসঙ্গত, হোয়াইট হাউসে পা রাখার আগে থেকেই কার্যত হুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তিনি আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের আমেরিকা থেকে নিজেদের দেশে ফেরত পাঠাবেন তিনি। ক্ষমতায় এসেই সেই কাজ শুরু করে দিয়েছেন ট্রাম্প। আমেরিকায় বেআইনি ভাবে বসবাসকারী ২০৫ জন ভারতীয়কে নিয়ে মার্কিন সেনাবাহিনীর বিমান অমৃতসরে পৌঁছয় বিমান।

আরও পড়ুন: প্রস্রাবের ঠিক পরপরই জল খান? এতেই কি বাড়ে কিডনি স্টোনের সম্ভাবনা? আসল সত‍্যি জানলে চমকে যাবেন

সূত্রের খবর, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আমেরিকা থেকে যাঁদের ফেরত পাঠানো হয়েছে তাঁদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বাসিন্দা রয়েছেন গুজরাত, হরিয়ানা এবং পঞ্জাবের৷ এর পরেই সবথেকে বেশি সংখ্যক মানুষ রয়েছে মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের৷ জানা গিয়েছে, বিমানে ফেরত পাঠানো প্রত্যেককেই হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো অবস্থায় বিমানে তোলা হয় আমেরিকা থেকে৷ সেই অবস্থাতেই বিমানে অমৃতসর পৌঁছন তাঁরা৷

বাংলা খবর/ খবর/দেশ/

EAM S Jaishankar: ‘কেবল ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না’! হাতে হাতকড়া, পায়ে বেড়ি…অবৈধ অভিবাসী সম্পর্কে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী

Next Article

India America: ‘এলিয়েনদের ভারতে ফেরত পাঠানো হয়েছে!’ বেআইনি ভারতীয়দের নিয়ে এবার যে ভিডিও প্রকাশ করল আমেরিকা, শিউরে উঠবেন

Scroll to Top