নেইমারের এই ক্যারিয়ারে তিন ভাগে ভাগ করেছেন তাঁর বাবা। সেটা বোঝা গেল তাঁর কথায়, সান্তোসে উন্মেষ প্রথম পর্ব, ইউরোপ ও সৌদিতে দ্বিতীয় পর্ব এবং তারপর সান্তোসে ফেরাটা তৃতীয় পর্ব। নেইমার সিনিয়র বলেছেন, ‘আমার ছেলের ক্যারিয়ারে এটা শেষ চক্র। এটা তার তৃতীয় চক্র এবং আমরা তা পুরোপুরি উপভোগ করতে চাই, যেটা আজ (কাল) থেকে শুরু হবে।’
![আগা খানের মৃত্যুতে শোক জানিয়ে যুবরাজকে প্রধান উপদেষ্টার চিঠি | চ্যানেল আই অনলাইন আগা খানের মৃত্যুতে শোক জানিয়ে যুবরাজকে প্রধান উপদেষ্টার চিঠি | চ্যানেল আই অনলাইন](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2024/09/Channel-i-Tv-Live-Motiom.gif?ssl=1)