এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রায় ১২ বছর পর জন্মদিনের রাতে নিজের প্রথম পেশাদার ক্লাব সান্তোস এফসির হয়ে নেমেছিলেন তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। এগিয়ে থাকা ম্যাচে তার নামার পর ১-১ সমতায় শেষ হয়েছে খেলা। পরিবর্তিত হয়ে নেমে গোলের দেখা না পেলেও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইন, আল হিলাল মিলিয়ে একযুগ কাটিয়ে দেশের মাটিতে নেমে নেইমার বলেছেন, ‘সান্তোসকে ভালোবাসি। আবারও যখন মাঠে নামলাম আমার ভেতরের অনুভূতি কেমন সেটা কোনো শব্দে প্রকাশ করতে পারব না।’
‘খেলার জন্য আমার আরও সময় প্রয়োজন। এখনও শতভাগ ফিট হতে পারিনি। আশা করিনি মাঠে দৌড়াতে এবং বল নিয়ে কারিকুরি দেখাতে পারব। আশা করছি চার-পাঁচ ম্যাচ পর আরও ভালো লাগবে।’
বুধবার ৩৩এ পা দেয়া নেইমার সান্তোসের সাথে ছয় মাসের চুক্তি করেছেন এবং আশা করছেন সেটা আরও বাড়বে। সেটা হতে পারে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এ ক্লাবের হয়ে ছয়টি শিরোপা জিতেছিলেন নেইমার। যার মধ্যে ২০১১ সালে কোপা লিবার্তোদোরেস শিরোপা ছিল।