হজ এজেন্সির সিন্ডিকেট এই ব্যবসার মূল নিয়ন্ত্রক – DesheBideshe

হজ এজেন্সির সিন্ডিকেট এই ব্যবসার মূল নিয়ন্ত্রক – DesheBideshe

হজ এজেন্সির সিন্ডিকেট এই ব্যবসার মূল নিয়ন্ত্রক – DesheBideshe

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – হজ-ওমরাহর উদ্দেশে সৌদি আরবগামী যাত্রীদের বর্ধিত বিমানভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘গত বছরও হজ-ওমরাহর যাত্রীদের জন্য বিমানভাড়া ৬৫ থেকে ৮০ হাজার টাকা ছিল, এ বছর সেটা এক লাখ ২০ হাজার টাকা হয়ে গেল। একটি মুসলিম দেশ এভাবে হজ-ওমরাহ যাত্রীদের বিমানভাড়া বাড়িয়ে ব্যবসা করতে পারে না। অবশ্যই সরকারে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিমান টিকিটের দাম কমানো এবং বিমানের মানোন্নয়ন শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হজ-ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশন সভাটি আয়োজন করে।

নুরুল হক নুর বলেন, ‘আল্লাহর নির্দেশ অনুযায়ী ও নবী (সা.)-এর প্রতি ভালোবাসার টানে ধর্মপ্রাণ মুসলমানরা হজ-ওমরাহ করে সৌদি আরব গিয়ে থাকেন। বিমানের ভাড়া বাড়িয়ে এখানে ব্যবসা করা উচিত নয়।

ব্যবসা করার অনেক রাস্তা আছে, সব কিছুতে ব্যবসা চলে না। হজযাত্রীদের বিমানভাড়া নিয়ে ব্যবসা কারা উচিত নয়।’
ডাকসুর সাবেক এই ভিপি অভিযোগ করে বলেন, ‘হজ এজেন্সির সিন্ডিকেট এই ব্যবসার মূল নিয়ন্ত্রক। তারা মন্ত্রণালয়ের প্রতিটি স্তরে কমিশন দেয়।

বিগত স্বৈরাচারের আমলে মন্ত্রী পাড়ায় এই কমিশনের টাকার ভাগ যেত বলে জানা গেছে।’
বাংলাদেশ হজ-ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ অন নাছিরী, ইসলামিক আলোচক মুফতি ইলিয়াসুর রহমান জিহাদী প্রমুখ।

বক্তারা বলেন, ওমরাহ হজের টিকিট নিয়ে পেঁয়াজ, রসুনের মতো সিন্ডিকেটভিত্তিক ব্যবসা করা হচ্ছে। যার কারণে বিমানের টিকিটের দাম যাত্রীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এটা কোনোভাবেই ৫০ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়।

বক্তারা আরো বলেন, ‘সিন্ডিকেটের বেশির ভাগই আওয়ামী লীগের দোসর। এই সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দিতে হবে। আমরা ৫০ হাজারের মধ্যে টিকিট চাই।’

সূত্র: কালের কন্ঠ
এনএন/ ০৫ ফেব্রুয়ারি ২০২৫



Scroll to Top