শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের দায় ভারতকে নিতে হবে: তথ্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের দায় ভারতকে নিতে হবে: তথ্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নানা ধরনের ভয় আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালায়, তার দায় ভারতকে নিতে হবে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত আহমেদ ফয়েজের সংবাদপত্রে জুলাই গনঅভ্যুত্থানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে। আমরা সেটা তাদের কাছ থেকে জানতে চাই।

তিনি বলেন, শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায়, তার দায় ভারতকে নিতে হবে এবং অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব।

GOVT

Scroll to Top