ওটিটিতে আসছে ফারিণের ‘ফাতিমা’

ওটিটিতে আসছে ফারিণের ‘ফাতিমা’

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : ছোট পর্দার প্রিয়মুখ তাসনিয়া ফারিণ। ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’ প্রিমিয়ার হয়েছিল। উৎসবটিতে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন ফারিণ।

প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন এই তরুণ অভিনেত্রী। কুড়িয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা। বেশ কিছু চলচ্চিত্র উৎসব থেকে তিনি সম্মাননা ও প্রশংসা পেয়েছেন সিনেমাটির জন্য। গত বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃতে মুক্তি পাওয়ার পরও দর্শকের ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। এবার আসছে ওটিটিতে।

ভাষা ও ভালোবাসার মাস উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। ঘরে বসেই দেখতে পারবেন দর্শক। অভিনয়জগতে আসা নারীদের জন্য এক অনন্য বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ফাতিমা। যেখানে একাত্তরের মুক্তিযুদ্ধে সুবর্ণা নামের এক নির্যাতিতা নারীর চরিত্রে অভিনয় করেন ফাতিমা নামের এক নারী। সেই চরিত্রের টানাপোড়েন ফাতিমাকে পোড়াতে থাকে। প্রসাদ নামে ফাতিমার এক প্রেমিক থাকে, প্রসাদের সাথে পালিয়ে যাবার কথা থাকে ফাতিমার। সে স্টেশনে অপেক্ষা করে। প্রসাদ না আসায় ফাতিমা নিজেই চলে আসে শহরে। কী কারণে প্রসাদ সেদিন আসতে পারেনি, সেটাই সিনেমাটির আসল গল্প।

সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। এর সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। এতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ।
ঢাকাপ্রতিদিন/এআর

The post ওটিটিতে আসছে ফারিণের ‘ফাতিমা’ appeared first on Dhaka Protidin.

Scroll to Top