রিমান্ড শেষে আবারও কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী – DesheBideshe

রিমান্ড শেষে আবারও কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী – DesheBideshe

রিমান্ড শেষে আবারও কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী – DesheBideshe

রংপুর, ০৪ ফেব্রুয়ারি – আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেলে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার নুরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হয়।

এসময় আসামিপক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নিদের্শ দেন। তবে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করেনি পুলিশ।

এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় নুরুজ্জামানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক এই মন্ত্রীকে গত ৩০ জানুয়ারি রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। ৫ আগস্টের পর থেকে তিনি ওই বাড়িতেই আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে।

নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য হন।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৫



Scroll to Top