এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এরপর সকল রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমতশক্তি কমিশনের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কমিশনের সাথে রাজনৈতিক দলের ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কমিশনগুলো হলো- জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন।
