BCG Vaccine: ‌যক্ষা রোগ দূর করতে বড় পদক্ষেপ নিল এই জেলা! শুরু প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশন

BCG Vaccine: ‌যক্ষা রোগ দূর করতে বড় পদক্ষেপ নিল এই জেলা! শুরু প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশন

Last Updated:

‌যক্ষা রোগ দূর করতে শুরু হল প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশন। হাঁসখালিতে বিরাট আয়োজন। খুশি স্থানীয়রাও।

X

BCG Vaccine: ‌যক্ষা রোগ দূর করতে বড় পদক্ষেপ নিল এই জেলা! শুরু প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশন

অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন চালু হাসপাতালে

বগুলা: নদিয়ার হাঁসখালি থানার হাঁসখালি ব্লকের বগুলা রুরাল হাসপাতালে চালু হল অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন। নদিয়া জেলায় এই প্রথম বগুলা রুরাল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিনেশন চালু করা হল। জেলা রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নদিয়া জেলার বগুলা রুরাল গ্রামীণ হাসপাতালকেই বেছে নেওয়া হয়েছে।

এর ফলে ১৮ বছরের মধ্যে কিছু ক্রাইটেরিয়া মেনে প্রায় সবাই এই ভ্যাকসিনেশন নিতে পারবেন। এই ভ্যাকসিনেশন নেওয়ার ফলে টিবি রোগ হওয়ার প্রবণতা অনেকটাই হ্রাস পাবে। ভ্যাকসিনেশনের সুবিধা পেয়ে বগুলা এবং হাঁসখালি ব্লকের স্থানীয় বাসিন্দারা খুবই আনন্দিত এবং আবেগ আপ্লুত। বগুলা রুরাল হাসপাতালের বি এম ও এইচ বীরেন্দ্র মজুমদার বলেন এক মাসে ৯৪ হাজার লক্ষ্য মাত্রা নিয়ে তারা কাজ শুরু করলেন।

আরও পড়ুন:“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

বীরেন্দ্রবাবু আরও জানান ইতিমধ্যেই গ্রামের আশা কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে গ্রামের মানুষদেরকে বুঝিয়ে একটা প্রতিলিপি জমা দিয়েছেন। এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বীরেন্দ্র বাবু বলেন এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তা সত্বেও যদি কেউ এই ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ বোধ করেন তার সম্পূর্ণ দায়ভার স্বাস্থ্য দফতরের। তাদের জন্য প্রয়োজনীয় সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/

BCG Vaccine: ‌যক্ষা রোগ দূর করতে বড় পদক্ষেপ নিল এই জেলা! শুরু প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশন

Next Article

Nadia News: খেলার মাঠ জলে থৈ থৈ! অনুশীলন থেকে বঞ্চিত হতে হচ্ছে খেলোয়াড়দের

Scroll to Top