Mamata Banerjee new book: প্রতিকূল পরিস্থিতিতেও একের পর এক নির্বাচনে জয় কেমন করে? নতুন বইয়ে লিখলেন মমতা

Mamata Banerjee new book: প্রতিকূল পরিস্থিতিতেও একের পর এক নির্বাচনে জয় কেমন করে? নতুন বইয়ে লিখলেন মমতা

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনকে  মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করেছেন, উন্নয়নের মন্ত্রে ষড়যন্ত্র রুখে দেওয়া বলে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই৷ Mamata Banerjee new book: প্রতিকূল পরিস্থিতিতেও একের পর এক নির্বাচনে জয় কেমন করে? নতুন বইয়ে লিখলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই৷

কলকাতা: ২০২৬ বিধানসভা ভোটের আগে বিগত দিনের ভোটে লড়ার ইতিহাস মনে করালেন মমতা বন্দোপাধ্যায়। কোন কোন রাজনৈতিক ভাবে অস্ত্রে শান দিয়ে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে। প্রবল প্রতিকূলতার মধ্যেও বিরোধী সব অস্ত্রকে ভোঁতা করে নির্বাচন জয়ের চাবিকাঠি কী, তা মনে করালেন মমতা বন্দোপাধ্যায়।

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের লেখা বেশ কয়েকটি বই৷ বইয়ের নাম ‘বাংলায় নির্বাচন ও আমরা….’, এই বইয়ের মধ্যে দিয়েই বুঝিয়ে দেওয়া হয়েছে ভোটে লড়ার মন্ত্র।২০২৬ সালেও সব বাধা, অপপ্রচারকে মোকাবিলা করে নির্বাচনী যুদ্ধে জয় পাবে তৃণমূল কংগ্রেস। আর জি কর ইস্যুতে সরগরম রাজ্য৷ বিরোধীরা নানা ভাবে আক্রমণ শানাচ্ছে শাসক দলকে। অতীতেও একাধিকবার ভোট আসলেই এমন রাজনৈতিক ইস্যুর শিকার তৃণমূল কংগ্রেস। সেই সব প্রতিকূলতাকে কিভাবে জয় করেছে শাসক দল। তাই ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে গবেষণাধর্মী এই বইয়ে।বোঝাতে চেয়েছেন ইস্যু যাই হোক,অতীতেও তার মোকাবিলা করেছেন তিনি৷ আগামীদিনেও তার মোকাবিলা করবেন।

আরও পড়ুন: বাড়ছে গুলেইন বারি আতঙ্ক, সতর্ক থাকতে কোন কোন খাবার এড়িয়ে যাওয়াই ভাল?

২০১৬ সালের বিধানসভা ভোটকে মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করে লিখেছেন, ‘উন্নয়নের রাস্তায় মানুষের আস্থা।’ সেই বিধানসভা ভোটে বিরোধীরা দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিল শাসক দলকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচন। তাকে মমতা বন্দোপাধ্যায় অ্যাখ্যা দিয়েছেন, ‘চক্রান্তের নির্বাচনে আক্রান্ত দেশ’ বলে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনকে  মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করেছেন, উন্নয়নের মন্ত্রে ষড়যন্ত্র রুখে দেওয়া বলে। এই ভোটে দল বদল থেকে বিজেপির লাগাতার চাপ, দুর্নীতি ইস্যুতে সরব হওয়া, সব দেখা গিয়েছিল। ২০২৪ সালের ভোটকে মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করেছেন, ‘মানুষ যখন অকুতোভয়, ঔদ্ধত্যের পরাজয় হিসেবে৷’

২০২৬ বিধানসভা ভোটের আগে শাসক দলের লড়াইয়ের কৌশল কী হতে চলেছে, কার্যত তার ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা বন্দোপাধ্যায়। বইয়ে উল্লেখ আছে – লক্ষ্মীর ভাণ্ডারের কথা। কীভাবে এই সামাজিক প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন তার সামাজিক প্রেক্ষাপট উল্লেখ হয়েছে। পাশাপাশি উল্লেখ আছে ইন্ডিয়া জোট নিয়ে তাঁর প্রস্তাবের কথা। কংগ্রেসের কারণে ইন্ডিয়া জোটে নানা অসুবিধার কথাও উল্লেখ হয়েছে এই বইয়ে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee new book: প্রতিকূল পরিস্থিতিতেও একের পর এক নির্বাচনে জয় কেমন করে? নতুন বইয়ে লিখলেন মমতা

Next Article

Bengal Budget 2025: বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু রাজ্য বিধানসভায়!

Scroll to Top