এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বেক্সিমকোর চালু থাকা দুটি কোম্পানির শেয়ার বিক্রি করে বন্ধ করে দেওয়া কারখানাগুলোর শ্রমিকদের ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমুহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে এ সিদ্ধান্তের কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা জানান, বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকোর নেয়া ঋণের পরিমাণ সাড়ে ২৮ হাজার কোটি টাকার বেশি। এই ঋণ নিতে অনিয়ম হয়েছে কিনা তা ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করা হবে।