আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন ফাতিমা শেখ

আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন ফাতিমা শেখ

ফাতিমার ভাষ্যে, ‘তিনি (কাস্টিং এজেন্ট) আমাকে প্রশ্ন করেছিলেন, “তুমি সবকিছু করতে রাজি তো?”আমি বলেছিলাম, আমি পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা প্রয়োজন, সেটা করব। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন। আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চাইছিলাম, কত নিচে নামতে পারেন তিনি।’

Scroll to Top