পদ্মায় বিষটোপ দিয়ে পাখি শিকার, কৃষকের বেশে অভিযানে ধরা পড়লেন শিকারি

পদ্মায় বিষটোপ দিয়ে পাখি শিকার, কৃষকের বেশে অভিযানে ধরা পড়লেন শিকারি

পাখিশিকারির নাম লিটন হোসেন (৪০)। বাড়ি রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায়। তাঁকে আটকের সময় তাঁর কাছ থেকে বিষটোপ দিয়ে হত্যা করা তিনটি তিলগ হাঁস ও একটি পিয়ং হাঁস উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৩০০ মিটার জাল। লিটন হোসেনকে আটক করার পর নদীপাড়েই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন দিনের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, লিটন বিষটোপে পাখি হত্যা করে। ভোরে তিনি মৃত পাখি নিয়ে চর থেকে আসবেন, এমন খবর পেয়ে নৌ পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযান চালানো হয়। এ সময় চারটি মৃত পাতি তিলি হাঁসসহ হাতেনাতে আটক করা হয় ওই পাখিশিকারিকে। শিকারিকে ধরার জন্য ভোর থেকে কৃষকের পোশাক পরে অভিযানকারীরা মাঠে নেমেছিলেন।

Scroll to Top