ব্রাজিল জয় পেলেও পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

ব্রাজিল জয় পেলেও পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে উড়িয়ে যাত্রা করেছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে সেলেসাওরা জয় পেলেও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা তুলতে পারেনি পূর্ণ পয়েন্ট।

কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে আর্জেন্টিনার ড্রয়ের দিন বড় হারের দুঃখ ভুলে জয়ে ফিরেছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে তারা জিতেছে ২-১ ব্যবধানে। আগের ম্যাচে লিওনেল মেসিদের উত্তরসূরীদের কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল নেইমারদের উত্তরসূরীদরা।

কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও ‘বি’ গ্রুপে থেকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে ইকুয়েডর।

ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ভোর সাড়ে ৫টায় শুরু হবে মাঠের লড়াই। আর আর্জেন্টিনার পরের প্রতিপক্ষ বলিভিয়া। বাংলাদেশ সময় বুধবার ভোর ৩টায় শুরু হবে ম্যাচ।

GOVT

Scroll to Top