Bally bridge: সংস্কারের কারণে বন্ধ বালি ব্রিজ নাকাল যাত্রীরা, কবে মিটবে সমস্যা? জেনে নিন বিস্তারিত

Bally bridge: সংস্কারের কারণে বন্ধ বালি ব্রিজ নাকাল যাত্রীরা, কবে মিটবে সমস্যা? জেনে নিন বিস্তারিত

Last Updated:

Bally bridge: সংস্কারের জন্য বন্ধ ব্যস্ততম বালি ব্রিজ। ফলে সমস্যায় পড়ছেন বহু যাত্রী। বালি ব্রিজ এবং বালি হল্ট স্টেশনের সামনে জাতীয় সড়কে তাই দেখা যাচ্ছে যাত্রীদের হয়রানির ছবি।

X

Bally bridge: সংস্কারের কারণে বন্ধ বালি ব্রিজ নাকাল যাত্রীরা, কবে মিটবে সমস্যা? জেনে নিন বিস্তারিত

বন্ধ বালি ব্রিজ

উত্তর ২৪ পরগনা: সংস্কারের জন্য বন্ধ ব্যস্ততম বালি ব্রিজ। ফলে সমস্যায় পড়ছেন বহু যাত্রী। বালি ব্রিজ এবং বালি হল্ট স্টেশনের সামনে জাতীয় সড়কে তাই দেখা যাচ্ছে যাত্রীদের হয়রানির ছবি।

পূর্ব রেল আগেই ঘোষণা করেছিল, ২৭ জানুয়ারি পর্যন্ত ডানকুনি-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং এই সময় বালি ব্রিজের একাংশও বন্ধ থাকবে। ফলে সংস্কারের কাজ শুরু হওয়ায়, বন্ধ রয়েছে এই গুরুত্বপূর্ণ ব্রিজ, চলছে সংস্কারের কাজ। না জানার কারণে রাস্তায় নেমে সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু যাত্রী।

আরও পড়ুন: হুড়মুড়িয়ে পড়ল বাংলাদেশের টাকার দাম! ছন্দে ভারত, আমাদের ১০০ টাকা মানে ওদের কত?

দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যাচ্ছে বহু মানুষকে। কিছু যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের গার্ড্রেল টপকে চলাচল করার চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের তৎপরতাও চোখে পড়ার মতো। যদিও ব্রিজের একাংশ দিয়ে কলকাতা গামী গাড়ি চলাচল করলেও, অপর অংশের রাস্তা বন্ধ থাকায়, কলকাতা থেকে বালি হল্ট হয়ে বোম্বে রোড এবং দিল্লি রোডগামী বাস ও গাড়ি নিবেদিতা সেতু দিয়ে চালানো হচ্ছে। বাসের ক্ষেত্রে কোন রকম টোল ট্যাক্স লাগবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: আবার সোনার খনির হদিস ভারতের প্রতিবেশী দেশে! মজুত দেড় লক্ষ কোটি টাকার সোনা

শিয়ালদহ-ডানকুনি শাখায় ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল রয়েছে। পাশাপাশি একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল। রেলের ৯৫ বছরের পুরনো ব্রিজের গার্ডার বদলানোর কাজের জন্যই এই সিদ্ধান্ত। বালি হল্ট স্টেশনে যাত্রীদের ওঠা-নামার জন্য নিবেদিতা সেতুর রাস্তায় একটি নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এই কাজ সম্পন্ন হলে আবারও পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরবে গুরুত্বপূর্ণ এই ব্রিজ-সহ সংলগ্ন রাস্তা। তাই কিছুটা হলেও এই নাকাল পরিস্থিতি সহ্য করতে হচ্ছে নিত্য যাত্রীদের।

Next Article

Weather Update: তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী! আবহাওয়ার ভোলবদল! কোন কোন জেলায় হাড় কাঁপানি ঠান্ডা

Scroll to Top