চবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার | চ্যানেল আই অনলাইন

চবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলায় জড়িত মোট ৮৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চবি শহীদ মিনার চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন তার বক্তব্যে এ কথা জানান।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এছাড়াও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. মো. কামাল উদ্দিন বলেন, আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৭৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ১১ জনসহ সর্বমোট ৮৪ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কৃত করা হয়।

GOVT

তিনি জানান, আগামীকাল (শুক্রবার) বহিষ্কৃতদের তালিকা প্রকাশিত হবে। পরবর্তীতে, বহিষ্কৃতদের তাদের কারণ দর্শানোর জন্য ১৫ দিন সময় দেওয়া হবে। তাদের ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

Scroll to Top