মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প | চ্যানেল আই অনলাইন

মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মধ্যরাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার ২৪ জানুয়ারি রাত ১টা ২৩ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মনিপুরের ওয়াজিংয়ে ভূকম্পনটির উৎপত্তিস্থল। রিকটার স্কেলে ভূকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক এক। এটির গভীরতা ছিল ১০৬ কিলোমিটার। প্রতিবেশী মিয়ানমারেও ভূমিকম্পটির প্রভাব পড়েছে।

মধ্যরাতে ভূমিকম্প হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তারা ফেসবুকে এ ব্যাপারে জানতে বিভিন্ন পোস্ট করেন। অনেকে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

GOVT

চলতি জানুয়ারি মাসে এর আগেও কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গেল ৩ ও ৭ জানুয়ারি ভূমিকম্প হয়েছে। ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে। এটি ছিল মাঝারি ধরনের। আর ৭ জানুয়ারির ভূমিকম্পটি ছিল তীব্র ধরনের।

Scroll to Top