Last Updated:
North Dinajpur News: প্রতি কেজিতে ৫০ গ্রাম এমামেকটিন বেনজয়েট জলে মিশিয়েঝিঙেগাছেস্প্রে করতে পারেন। স্ত্রী মাছি কচি ঝিঙে ফলের নিচের দিকে ওভিপজিটর ঢুকিয়ে ডিম পাড়ে।
X
মাছি
উত্তর দিনাজপুর: গ্রীষ্মকালে ঝিঙেচাষ করা হলেও বর্তমানে বহু কৃষক শীতকালে হাইব্রিড প্রজাতির ঝিঙেচাষ করে চলছেন। এই হাইব্রিড ঝিঙেআকার বড়, সুস্বাদু এবং নরম ও রসালহয়।তবে চাষ করতে গিয়ে প্রায় সময় চাষীদের সাদা মাছি ও বিটল পোকার সমস্যা দেখা যায়। এই পোকা গুলিগাছের পাতার রস চুষে খায় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। এই মাছি পোকা ভাইরাসজনিত রোগ ছড়ায়।এছাড়া শীতকালে ঝিঙেগাছে পাতা ছিদ্রকারী পোকা পাতার সবুজ অংশ খেয়ে পাতার উপর ছিদ্র করে ফেলে এর ফলে পাতার খাদ্য উৎপাদন ক্ষমতা কমে যায়।
Viral Video: মাইক্রো চেয়ারে বসে আছেন অমিতাভ বচ্চন! অবাক কাণ্ড ঘটালেন এক মহিলা! তুমুল ভাইরাল ভিডিও