চট্টগ্রাম থেকে: দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছিল দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে চতুর্থ স্থান দখল করে নিয়েছে খুলনা টাইগার্স। আসরে খুলনার শুরুটা ভালো হয়েছিল। তবে দুই জয়ের পর টানা চার হার দেখেছিল দলটি। চট্টগ্রামে এসে একটি জয় পেলেও পরাজয়ও দেখেছিল মেহেদী হাসান মিরাজের দল। সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখল রূপসাপাড়ের দলটি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। টসে জিতে আগে ব্যাটে নেমে ৯ উইকেটে ১৫২ রান তুলেছিল সিলেট স্ট্রাইকার্স। জবাবে নেমে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় খুলনা। নবম ম্যাচে খুলনার চতুর্থ জয় এটি। ৮ পয়েন্ট নিয়ে চারে এসেছে তারা। সমান ম্যাচে সপ্তম হার দেখল সিলেট। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আরিফুল হকের দল।
সিলেট ব্যাটারদের মধ্যে কেবল তিনজন দুঅঙ্কের ঘরে পৌঁছান। অবশ্য ফিফটি পেয়েছেন জর্জ মুন্সে। ছয়টি চার ও চারটি ছক্কায় ৩২ বলে ৫৮ রান করেন। চারটি চার ও দুটি ছক্কায় ৩২ বলে ৪৪ রান করেন জাকির হাসান। শেষদিকে সুমন খান ৫ বলে ১২ রান করেন।
খুলনা বোলারদের হয়ে আবু হায়দার রনি, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ দুটি করে উইকেট নেন। নাসুম ও মিরাজ নেন একটি করে উইকেট।
জবাবে নেমে খুলনাকে ভালো শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ ও নাইম হাসান। দুর্দান্ত ব্যাটিং করেন মিরাজ। আটটি চার ও দুই ছক্কায় ৫০ বলে ৭০ রান করেন খুলনা অধিনায়ক। নাইম ১৭ বলে ২০ রান করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ১৩ বলে ১৭ রান এবং আফিফ ৩ রান করে ফিরে যান। পরে উইলিয়াম বোসিস্তোকে নিয়ে খুলনাকে জয়ের বন্দরে পৌঁছান অ্যালেক্স রোস। ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন রোস। বোসিস্তো অপরাজিত থাকেন ১১ বলে ১৯ রানে।
সিলেটের হয়ে নিহাদুজ্জামান দুই উইকেট নেন। সুমন খান ও সামিউল্লাহ শেনওয়ারি একটি করে উইকেট নেন।