খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ওয়ান স্টপ সার্ভিস দেয়ার চেস্টা চলছে | চ্যানেল আই অনলাইন

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ওয়ান স্টপ সার্ভিস দেয়ার চেস্টা চলছে | চ্যানেল আই অনলাইন

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ওয়ান স্টপ সার্ভিস দেয়ার চেস্টা চলছে। লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেসার, রিউমোটো আর্থরাইটিসের জন্য বর্তমানে ওষুধ দিয়ে চিকিৎসা চলছে।

বিএনপি’র চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার সর্বশেষ রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে লন্ডনের আরও দু’জন চিকিৎসক ওনাকে দেখবেন।

তিনি জানান, আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যেন এটাকে এক ছাতার নিচে চিকিৎসা যাকে বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন।

Scroll to Top