07
বিচারপতি বসাক এর পরেও জানতে চান, সিবিআই তদন্ত করে থাকলে রাজ্যের আবেদনের কারণ কী? নির্যাতিতার পরিবারকে এই মামলায় যুক্ত করা হয়েছে কি না, তাও জানতে চান বিচারপতি৷ অভিযুক্ত সঞ্জয় রাইয়ের আইনজীবী কে ছিলেন এবং তাঁকে আজ এই মামলার বিষয়ে জানানো সম্ভব কি না, তাও জানতে চান বিচারপতি বসাক৷ বিচারপতিকে জানান হয়, সঞ্জয় রাইয়ের হয়ে যাঁরা নিম্ন আদালতে আইনজীবী হিসেবে সওয়াল করেছেন, তাঁরা হাইকোর্টের নথিভুক্ত আইনজীবী নন৷ রাজ্য লিগাল এইড সার্ভিসের পক্ষ থেকে তাঁরা অভিযুক্তের হয়ে সওয়াল করেন৷