এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শুধু স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবেনা মেধার চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২০ জানুয়ারি সোমবার বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র প্রাথমিক সদস্য পদ নবায়ণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপি’র মহাসচিব আরও বলেন, প্রত্যেকটি জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ চালু করতে হবে। একটা সত্যিকারের আদর্শ রাজনৈতিক দল গড়ে তুলতে হবে।