Last Updated:
Tourism: জীবনযাত্রার মান আগের থেকে উন্নত হওয়ায় যেখানে সমস্ত জায়গায় দূষণ বাড়ছে, সেখানে পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটি জায়গা রয়েছে সেই জায়গাটি দূষণমুক্ত এলাকা। বিশ্বাস না হলে ঘুরে আপনি ঘুরে আসতে পারেন সেখান থেকে। জায়গাটি হল ঘোড়ামারা দ্বীপ।
ঘোড়ামারা দ্বীপ
ঘোড়ামারা: জীবনযাত্রার মান আগের থেকে উন্নত হওয়ায় যেখানে সমস্ত জায়গায় দূষণ বাড়ছে, সেখানে পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটি জায়গা রয়েছে সেই জায়গাটি দূষণমুক্ত এলাকা। বিশ্বাস না হলে ঘুরে আপনি ঘুরে আসতে পারেন সেখান থেকে। জায়গাটি হল ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপ একটি ছোট দ্বীপ, প্রায় ৫ বর্গ কিলোমিটার এলাকা ক্ষয় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। সেখানে স্থানীয় বাসিন্দাদের এই প্রয়াস নজর কেড়েছে সকলের। ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী যে দূষণ তা বোঝাতেই এই ব্যবস্থা।
ছোট্ট এই দ্বীপকে দূষণমুক্ত করে বাকি পৃথিবীকে বার্তা দেওয়া এভাবেও দূষণমুক্ত করা যায় সমাজ ও পৃথিবীকে। ঘোড়ামারাতে যাওয়ার জন্য লঞ্চ অথবা নৌকাতে উঠলে আপনি দেখতে পাবেন এই সতর্কবার্তা। দ্বীপে নামলেও দেখতে পাবেন এই দ্বীপ প্লাস্টিক ও থার্মোকল মুক্ত এলাকা। তারপরেও কেউ ভুল করে প্লাস্টিক আনলে তার কাছ থেকে সেগুলি নিয়ে নেয় স্বেচ্ছাসেবকরা। এমন কথা জানিয়েছেন দ্বীপের এক বাসিন্দা পরমেশ্বর গিরি। দ্বীপ বাঁচানোর লড়াইয়ে সামিল দ্বীপের সমস্ত বাসিন্দারা।
আরও পড়ুনঃ শনিবার আরও কমবে তাপমাত্রা, উইকেন্ডে হাড়ে কাঁপুনি ধরবে কোন কোন জেলায়? অবশেষে জানিয়ে দিল আলিপুর
এই কথা বিশ্বাস না হলে আপনি যেতেই পারেন এই দ্বীপে। সেখানে গিয়ে আপনি দেখবেন সেখানে থাকা ঘরগুলির ঝাঁপ হিসাবে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে না। বদলে ব্যবহার করা হয় সেড নেট অথবা চট। দ্বীপে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সরকারি ভাবে বন্দোবস্ত করা হয়েছে সোলার প্যানেলের। যার ফলে সেখান থেকেও দূষণ হওয়ার ভয় নেই। এভাবে গোটা দ্বীপকে দূষণমুক্ত করে বাইরের পৃথিবীকে বার্তা দিয়ে যাচ্ছে এই ক্ষয়িষ্ণু দ্বীপের বাসিন্দারা। এখন দেখার কতদিন এভাবে দ্বীপের বাসিন্দারা বাঁচিয়ে রাখতে পারে দ্বীপটিকে।
নবাব মল্লিক
Kolkata,West Bengal
January 17, 2025 11:01 PM IST
North 24 Parganas News: আধপোড়া বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড পড়ে বিডিও অফিস এলাকায়! কী ঘটছে এসব? জানুন