Digha: দিঘার সমুদ্র সৈকতে হকার উচ্ছেদ, বিচ-এ আর বসবে না অস্থায়ী দোকান

Digha: দিঘার সমুদ্র সৈকতে হকার উচ্ছেদ, বিচ-এ আর বসবে না অস্থায়ী দোকান

Digha: দিঘার সমুদ্র সৈকতে হকার উচ্ছেদ, বিচ-এ আর বসবে না অস্থায়ী দোকান

Last Updated:

দিঘার সমুদ্র সৈকতে হকার উচ্ছেদ! বিচে আর বসবে না অস্থায়ী দোকান, সিদ্ধান্ত দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। এই উচ্ছেদ ঘিরে হকার-রা বিক্ষোভ দেখান

Digha

দিঘা,পূর্ব মেদিনীপুর: দিঘার সমুদ্র সৈকতে হকার উচ্ছেদ! বিচে আর বসবে না অস্থায়ী দোকান, সিদ্ধান্ত দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। এই উচ্ছেদ ঘিরে হকার-রা বিক্ষোভ দেখান।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দীর্ঘ দিন ধরেই সৈকত নগরী দিঘার সৌন্দর্যকে ধরে রাখতে উদ্যোগী হয়েছে। এবার সমুদ্র সৈকতের অবৈধ হকার উচ্ছেদে বিশেষ অভিযান শুরু করেছে এই পর্ষদ। দিঘার সি বিচে অস্থায়ী দোকান উচ্ছেদে কড়া অবস্থান নেওয়া হয়েছে। যদিও আগে থেকে প্রশাসনের তরফ থেকে কোনও উচ্ছেদ করার নোটিশ দেওয়া হয়নি বলে দাবি হকার দের।

উচ্ছেদের সময় পর্ষদের আধিকারিকদের সঙ্গে ছিল দিঘা থানা ও মোহনা থানার বিশাল পুলিশ বাহিনী।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে হেড ক্লার্ক চন্দন কুমার জানিয়েছেন, ” সমুদ্র সৈকতে আর কোনও অস্থায়ী দোকান রাখা যাবে না। তাই দিঘার বিচ বরাবর হকারদের তুলে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন এবং পর্ষদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিচের মধ্যে আর কাউকে দোকান সাজিয়ে বসতে দেওয়া হবে না।” প্রশাসনের এই পদক্ষেপে হকারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

পঙ্কজ দাশ রথী

Next Article

Travel: বর্ধমানের ইছাই রাজার রাজধানীতে গেছেন? ছোট্ট ছুটিতে ঘুরে আসুন, মন ভরে যাবে!

Scroll to Top