ওলমোর ঘটনায় লাপোর্তার পদত্যাগ দাবি | চ্যানেল আই অনলাইন

ওলমোর ঘটনায় লাপোর্তার পদত্যাগ দাবি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দানি ওলমো ও পাউ ভিক্টরকে নিবন্ধন করানোর শেষদিন ছিল ৩১ ডিসেম্বর। সেটা করাতে পারেনি বার্সেলোনা। কাতালুনিয়ান ক্লাবটির ব্যর্থতার কারণে সভাপতি হুয়ান লাপোর্তার পদত্যাগ দাবি করেছে বিরোধী পক্ষ।

আরবি লেইপজিগ থেকে ওলমো এবং জিরোনা থেকে আনা ভিক্টরের নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পর দুজনকে পুনরায় নিবন্ধনের জন্য র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল বার্সেলোনা। যা অনুমোদন পায়নি। কারণ সময়ের মধ্যে দুই ফুটবলারের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেনি বার্সা।

প্রায় ১০টি গ্রুপ, যারা বার্সেলোনার কার্যনির্বাহী কমিটি নির্বাচনে লাপোর্তার বিরোধী পক্ষে থাকেন, তারা ওলমো-ভিক্টরের নিবন্ধন ঘটনায় লাপোর্তার পদত্যাগের জোরাল দাবি তুলেছেন। যদিও ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ আছে লাপোর্তার।

তারা ওলমো-ভিক্টরের নিবন্ধন করার ক্ষেত্রে অবহেলাসহ অভিযোগ এনেছে- কিট পরিবেশন করা প্রতিষ্ঠান নাইকির সঙ্গে চুক্তি নবায়নের ক্ষেত্রে বার্সেলোনা কমিশন তৃতীয় একটি পক্ষকে অর্থ দিয়েছে। সমর্থকদের সঙ্গে বিরোধের কারণে অলিম্পিক স্টেডিয়ামে গানের সেকশন বন্ধ করে দেয়া, ন্যু ক্যাম্পে ভিআইপি টিকিট বিক্রির অর্থ নয়-ছয়সহ আরও বেশকিছু অভিযোগ নিয়ে সভাপতির পদত্যাগ দাবি করেছেন তারা।

GOVT

বিক্ষোভকারী ১০ গ্রুপের যৌথ স্বাক্ষরে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, লাপোর্তা যদি পদত্যাগ না করেন, তারা তার প্রেসিডেন্সির বিপক্ষে অনাস্থা ভোটের আয়োজন করবেন।

Shoroter Joba

Scroll to Top