ওলমোর নিবন্ধন ঘিরে মুখোমুখি অবস্থানে বার্সা-লা লিগা কর্তৃপক্ষ | চ্যানেল আই অনলাইন

ওলমোর নিবন্ধন ঘিরে মুখোমুখি অবস্থানে বার্সা-লা লিগা কর্তৃপক্ষ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমোর স্থায়ী নিবন্ধন করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার আর্থিক অবস্থা। ২৬ বর্ষী তারকাকে নিবন্ধন করাতে লা লিগার আর্থিক নিয়ম পূরণে সক্ষম হয়নি বার্সা। যা নিয়ে ক্লাব ও লা লিগা কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থানে, দিয়েছে বিবৃতি

লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, লিগের দ্বিতীয়ার্ধের সময়টাতে ওলমোকে নাও পেতে পারে বার্সেলোনা। কারণ মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়ার পরও তাকে নিবন্ধন করার মতো অবস্থায় নেই কাতালুনিয়ান ক্লাবটি। সময়সীমা পার হয়ে গেলেও নিবন্ধন করার জন্য পর্যাপ্ত কোনো নিশ্চয়তা দিতে পারেনি।

লিগের এমন বক্তব্যের পর বার্সেলোনা ওলমো ও ভিক্টরের বিষয়ে বিবৃতিতে জানিয়েছে, ‘এফসি বার্সেলোনা জানাচ্ছে যে, তারা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) দানি ওলমো এবং পাউ ভিক্টরের জন্য একটি নতুন নিবন্ধনের আবেদন করেছে। তাদের তালিকাভুক্ত করার জন্য ক্লাব কোনো গভর্নিং বডির কাছে অনুরোধ বা কারও থেকে স্থগিতাদেশ পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’

বার্সেলোনার পর লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে অবস্থান স্পষ্ট করেছে এভাবে, ‘লা লিগা জানাচ্ছে যে, আজ, ৩১ ডিসেম্বর পর্যন্ত, এফসি বার্সেলোনা এমন কোনো বিকল্প উপস্থাপন করেনি যা লা লিগার অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিধিমালা মেনে আগামী ২ জানুয়ারি থেকে যেকোনো খেলোয়াড়কে নিবন্ধন করার অনুমতি দেবে।’

GOVT

গত আগস্টে স্পেনের ইউরোজয়ী মিডফিল্ডার দানি ওলমোকে বড় অর্থ খরচ করে দলে টানে বার্সেলোনা। জার্মান ক্লাব আরবি লেইপজিগ থেকে ছোটবেলার ক্লাবে আসেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলেও অর্থের অভাবে ওলমোকে স্থায়ী নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি।

Shoroter Joba

Scroll to Top