Last Updated:
শুক্রবার ২৭ ডিসেম্বর কৃষকরা হিমঘরে গিয়ে তাদের আলু নিতে চাইলে হিমঘর কর্তৃপক্ষ জানায় তারা সেই আলু বিক্রি করে দিয়েছে।
বর্ধমান: কৃষকদের কোনও কিছু না জানিয়ে তাঁদের মজুত করা আলু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার মেমারির পাহাড়হাটির একটি হিমঘরে বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুক্রবার আলু আনতে হিমঘরে যান ওই কৃষকরা। তখনই তাঁরা জানতে পারেন হিমঘরে রাখা তাঁদের আলু বিক্রি করে দেওয়া হয়েছে।
এর পরই হিমঘরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। অবিলম্বে তাঁদের মজুত করা আলু ফেরত দেবার দাবি জানান তাঁরা। হিমঘর কর্তৃপক্ষ এ বিষয়ে তাঁদের কাছ থেকে সময় চেয়ে নেন। কিন্তু কৃষকরা কোনও রকম সময় দিতে রাজি নন। তাঁরা এ বিষয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
সরকারের নির্দেশ অনুযায়ী হিমঘরে ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু রাখার কথা। শুক্রবার ২৭ ডিসেম্বর কৃষকরা হিমঘরে গিয়ে তাদের আলু নিতে চাইলে হিমঘর কর্তৃপক্ষ জানায় তারা সেই আলু বিক্রি করে দিয়েছে। কেন তাঁদের অনুমতি ছাড়াই আলু বিক্রি করে দেওয়া হল তা হিমঘর কর্তৃপক্ষের কাছে জানতে চায় কৃষকরা। সেখানে হিমঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক কোনও উত্তর তাঁরা পাননি।
আরও পড়ুন: মনমোহনের শেষকৃত্য ঘিরে হঠাৎ বিতর্ক! ইচ্ছাকৃত অপমানের অভিযোগ কংগ্রেসের, পাল্টা বিঁধল বিজেপি
হিমঘরের এক কর্মী বলেন, ব্যবসায়ীদের আলু ছাড়া আর কারও আলু হিমঘরে মজুত নেই। কেন শুধুমাত্র ব্যবসায়ীদের আলু রেখে দিয়ে কৃষকদের আলু তাঁদের কিছু না জানিয়ে বিক্রি করে দেওয়া হল এ বিষয়ে তেমন কিছু জবাব দিতে পারেনি হিমঘর কর্তৃপক্ষ।
বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর কৃষকরা মেমারি দুই ব্লক অফিসে যান। সেখানে সমষ্টি উন্নয়ন আধিকারিককে বিষয়টি সবিস্তারে জানান এবং সেখানে হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কৃষকদের বক্তব্য, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে হিমঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকার মাইকিং করার কথা কিংবা হিমঘরে নোটিস দিয়ে আলু বের করে নিয়ে যাওয়ার আবেদন করতে পারত হিমঘর কর্তৃপক্ষ। কিন্তু তাঁরা তা না করেই চাষিদের সম্পূর্ণ অন্ধকারে রেখে আলু বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে মেমারি ২-এর বিডিও বৈশাখ ভট্টাচার্য বলেন, ‘কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি বিষয়টি কৃষি বিপণন দফতরকে খতিয়ে দেখতে বলা হচ্ছে।’
Kolkata,West Bengal
December 28, 2024 1:42 AM IST