পরিবেশদূষণের শিকার হয়েছেন সাম্বার পরিবারেরই একজন—তাঁর চাচা। বিষাক্ত ধোঁয়া থেকে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হন তিনি। পরে সেই রোগেই মারা যান। এরপর সিয়েরা লিওনের যানবাহনগুলো পরিবেশবান্ধব করার অভিযানে নামেন ২৩ বছর বয়সী সাম্বা। লক্ষ্য ছিল—নিজের নকশায় বিদ্যুচ্চালিত কেকেহ তৈরি করবেন।
ফ্রিটাউনের রাস্তায় এখন দেখা যায় চার চাকার গোলাপি রঙের একটি যান। বাতিল ধাতু দিয়ে তৈরি করা হয়েছে সেটি। চলে ব্যাটারিতে। নিজের নকশায় যানটি তৈরি করেছেন সাম্বা। এই প্রকল্প এখনো শুরুর দিকে রয়েছে। সাম্বা বলেন, বায়ুদূষণের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু থেকে মানুষকে বাঁচাতে ইলেকট্রিক যান তৈরি করতে চান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ঘরের বাইরের বায়ুদূষণের কারণে প্রতিবছর আনুমানিক ৪২ লাখ মানুষ বয়স হওয়ার আগেই মারা যাচ্ছেন। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলছে এই বায়ুদূষণ।
জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে যানবাহন থেকে নির্গত হওয়া বিষাক্ত ধোঁয়া। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপির তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর অতিক্ষুদ্র কণার (আড়াই মাইক্রনের চেয়ে ক্ষুদ্র) কারণে ২০২১ সালে সিয়েরা লিওনে ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছিল। দেশটির মোট জনসংখ্যা ৮৫ লাখ।
‘ব্যবসা, পরিবেশ—দুই ক্ষেত্রেই ভালো’