মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

মেহেরপুরে বিএনপি নেতা মনিরুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মনিরুলের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরাই এই হামলায় চালিয়েছেন। মঙ্গলবার রাতে মেহেরপুর পৌর শহরের মুখার্জি পাড়ায় এ ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম মেহেরপুর পৌরসভা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। হামলার সঙ্গে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যসচিব কামরুল ইসলাম জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

মনিরুল ইসলাম অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন কামরুল ইসলামের বাড়িতে গৃহশ্রমিকের কাজ করেছেন। গত রাতে কামরুল ইসলাম ও তাঁর নেতা-কর্মীরা তাঁর (মনিরুলের) বাড়িতে এসে হামলা ভাঙচুর করেছেন। একই দলে বিরোধ, ভিন্নমত থাকতে পারে। কিন্তু ভিন্নমত দমন করার জন্য হামলা কোনো সময় উত্তম রাজনীতি হতে পারে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড।

Scroll to Top