হোয়াটসঅ্যাপ-গুগল প্লে’র ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের | চ্যানেল আই অনলাইন

হোয়াটসঅ্যাপ-গুগল প্লে’র ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সোর্স: ডয়চে ভেলে

মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ওপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি রেখেছিল ইরান। ব্যবহার করা যেত না গুগল প্লে স্টোরও। তবে দেশটির প্রেসিডেন্টের উপস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকের পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। জানিয়ে দেয়া হয়, এখন থেকে দেশে হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে ব্যবহার করা যাবে।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাত্তার হাশেমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইন্টারনেটের ওপর যে একাধিক নিষেধাজ্ঞা ছিল, তা একে একে তোলা হচ্ছে। হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে খুলে দেওয়া তার প্রথম পদক্ষেপ।

ফেসবুক, এক্স, ইউটিউবের ওপর অবশ্য এখনও নিষেধাজ্ঞা বহাল আছে। ২০১৮ সালে আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল টেলিগ্রামও। এই প্ল্যাটফর্মগুলোর ওপর থেকে এখনও নিষেধাজ্ঞা তোলা হয়নি। তবে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে ইরানে কোনো আপত্তি নেই। ফলে ভিপিএন ব্যবহার করে সহজেই এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন ইরানের বহু মানুষ।

ইরানের প্রশাসনের বক্তব্য ছিল, সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশের মানুষ সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলে। সে জন্যই এতদিন এই সমাজমাধ্যমগুলো বন্ধ করে রাখা হয়েছিল। তবে এখন এই নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

GOVT

Shoroter Joba

Scroll to Top