কোহলির সঙ্গে বাবর–রুটদের তুলনা শুনলে হাসি পায় আমিরের

কোহলির সঙ্গে বাবর–রুটদের তুলনা শুনলে হাসি পায় আমিরের

শুধু বাবর আজম নয়, জো রুট কিংবা স্টিভেন স্মিথের সঙ্গেও বিরাট কোহলির তুলনা শুনে মোহাম্মদ আমিরের হাসি পায়। কারণ? আমিরের চোখে, কোহলির সঙ্গে কারও তুলনা চলে না। আমিরের মতে, কোহলি এই প্রজন্মের সেরা।

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বার অবসরের ঘোষণা দেওয়া আমির এমন কথা বলেছেন ‘ক্রিকেট প্রেডিক্টা’ শোতে। পাকিস্তানের সাবেক পেসার তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারজুড়েই কোহলির গুণমুগ্ধ ছিলেন।

Scroll to Top