লঞ্চ হতে চলেছে OnePlus Ace 5 সিরিজ, জেনে নিন ডিটেইলস

লঞ্চ হতে চলেছে OnePlus Ace 5 সিরিজ, জেনে নিন ডিটেইলস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস চীনের মার্কেটে তাদের ‘OnePlus Ace 5′ স্মার্টফোন সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুত। বেশ কিছু দিন ধরেই এই স্মার্টফোন সিরিজের সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছিল। Ace 5 সিরিজের অধীনে OnePlus Ace 5 এবং Ace 5 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OnePlus Ace 5 সিরিজের চীনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। জানিয়ে রাখি একইসঙ্গে চীনে OnePlus Ace 5 সিরিজের প্রি-বুকিং শুরু হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 5 সিরিজের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

লঞ্চ হতে চলেছে OnePlus Ace 5 সিরিজ, জেনে নিন ডিটেইলস

OnePlus Ace 5 এর চীনের লঞ্চ ডেট
ওয়ানপ্লাস তাদের অফিসিয়াল সাইটের মাধ্যমে আগামী 26 ডিসেম্বর চীনে OnePlus Ace 5 সিরিজ লঞ্চ করা হবে বলে জানিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী 12:00 pm একটি ইভেন্টের মাধ্যমে ফোনটি পেশ করা হবে। জানিয়ে রাখি সামান্য কিছু পরিবর্তনের সঙ্গে গ্লোবাল এবং ভারতীয় বাজারেও OnePlus Ace 5 সিরিজ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে আগামী 7 জানুয়ারি ভারতীয় বাজারে OnePlus 13 সিরিজ পেশ করা হবে।

OnePlus Ace 5 সিরিজের ডিজাইন (লিক)
লিক ইমেজ অনুযায়ী OnePlus Ace 5 সিরিজের ফোনের ব্যাক প্যানেলে রাউন্ড ক্যামেরা মডিউল থাকবে। এটা কিছুটা বাঁদিক ঘেঁষে অবস্থিত এবং কিছুটা বক্সের মতো দেখতে। একইসঙ্গে ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। এছাড়াও প্রমোশনাল ইমেজের মাধ্যমে OnePlus Ace 5 সিরিজ হোয়াইট, গ্রিন এবং ব্ল্যাক কালার অপশনে দেখা গেছে। তবে Ace 5 প্রো ফোনটির পার্পল, হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশন প্রকাশ্যে এসেছে।

OnePlus Ace 5 সিরিজের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: দুটি ফোনেই 6.78-ইঞ্চির BOE X2 OLED স্ক্রিন থাকতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং ফ্ল্যাট এজ দেওয়া হবে। এই BOE প্যানেল এবং ফ্ল্যাট এজ Ace 3 সিরিজের তুলনায় নতুনভাবে যোগ করা হবে।

প্রসেসর: OnePlus Ace 5 সিরিজে গত বছরের ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 SoC প্রসেসর দেওয়া হতে পারে। OnePlus Ace 5 প্রো ফোনে 2024 সালের স্ন্যাপড্রাগন 8 এলিট SoC প্রসেসর সহ পেশ করা হতে পারে।

ব্যাটারি: OnePlus Ace 5 ফোনে 6,415mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। অন্যদিকে 5 প্রো ফোনে 6,100mAh ব্যাটারি এবং 100W চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

ক্যামেরা: ক্যামেরা সেটআপ বেশিভাগটাই আগের মডেলের মতো হতে পারে। তবে প্রো মডেলে সোনি IMX906 প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়াও ওয়ানপ্লাস 13আর ফোনে 50MP + 8MP + 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, এতে তৃতীয় 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এটি একটি টেলিফটো সেন্সর হতে পারে।

স্টোরেজ: ওয়ানপ্লাস ফোনে 16GB LPDDR5x RAM এবং 1TB UFS 4.0 স্টোরেজ দেওয়া হতে পারে।

সফটওয়্যার: চীনে ওয়ানপ্লাস 13 সহ ওয়ানপ্লাস এস 5 সিরিজও Android 15 এবং ColorOS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। তবে গ্লোবাল মার্কেটে OxygenOS 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

ডিজাইন: আপকামিং Ace সিরিজে সিরেমিক ব্যাক, মেটালিক ফ্রেম এবং ফ্ল্যাট সাইড থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে সিগনেচার অ্যালার্ট স্লাইডার এবং আন্ডার-ডিসপ্লে শর্ট-ফোকাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে।

কালার: লিক অনুযায়ী ফোনটি White Moon Porcelain এবং Sky Blue Porcelain কালার অপশনে পেশ করা হতে পারে।

Scroll to Top