নিপসমে কীটতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

নিপসমে কীটতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম তত্ত্বাবধানে এন্টোমলজি বিভাগের উপস্থাপনায় ‘লঙ্গিচুডিন্যাল সিনারিও অফ এডিস মসকিউটো ইন ঢাকা সিটি এন্ড ওয়ে ফরওয়ার্ড টু প্রিভেন্ট ইটস্ কনসিকোয়েন্সেস’ শীর্ষক এক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) নিপসম এর পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলামের তত্ত্বাবধানে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মশার প্রাকৃতিক শত্রুর সংরক্ষণ ও বৃদ্ধিকরণে জৈবিক দমনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

উক্ত সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে এন্টোমলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, মশকের ঘনত্ব জরিপে যেসকল ইনডেক্স ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনডেক্স হলো ব্রটো ইনডেক্স বা বিআই। এই বিআই এর মান ২০ এর উপরে হলেই মশকের ঘনত্ব বিপদ সীমা ছাড়িয়ে গেছে বলে ধরা হয়। সেখানে ২০২৪ সালে মৌসুমী ঋতু পূর্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ১২ টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতেই বিআই ২০ এর উপরে।

তিনি বলেন, একইভাবে ২০২৪ সালের মৌমুমী ঋতুর জরিপে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই বিআই ২০ এর উপরে।

GOVT

যেখানে ২০২৩ সালে মৌসুমী ঋতু পূর্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২৭টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই বিআই ২০ এর ছিল।

একইভাবে ২০২৩ সালের মৌমুমী ঋতুর জরিপে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই বিআই ২০ এর উপরে। এমনকি ২০২৪ সালের মৌসুমী ঋতুর জড়িপে বিআই এর সর্বোচ্চ মান দেখা গেছে ৭০, যা অত্যন্ত বিপজ্জনক।

তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে সারাদেশে সারাবছরই ডেঙ্গু আতঙ্ক বিরাজ করবে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়: জনসাধারণের সচেতনতা ও সম্পৃক্ততা নিশ্চিত করণ; যুক্তিসঙ্গতভাবে নূন্যতম রাসায়নিক কীটনাশকের ব্যবহার; মশার প্রাকৃতিক শত্রুর সংরক্ষণ ও বৃদ্ধিকরণ; আইপিভিএম এর যথাযথ প্রয়োগের ব্যবস্থা গ্রহণ; দেশে উন্নত টেকনোলজি সমৃদ্ধ ল্যাবরেটরি স্থাপনসহ উন্নতমানের গবেষণা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে জাতীয় ষ্ট্রাটেজিক প্লান ২০২৪-২০৩০ এর যথাযথ বাস্তবায়ন করা।

কীটতত্ত্ব বিভাগের প্রভাষক ডা. নিলুফার ইয়াসমিন নিলি ও ডা. দিলখুশ জাহান যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নিপসমের সকল সম্মানিত অনুষদ ও এমপিএইচ এবং এমফিল এর সকল ফেলো সেমিনারে অংশগ্রহণ করেন।

Shoroter Joba

Scroll to Top