বৈশ্বিক মানের উচ্চশিক্ষার জন্য বাজেট বাড়ানো ছাড়া বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

বৈশ্বিক মানের উচ্চশিক্ষার জন্য বাজেট বাড়ানো ছাড়া বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বৈশ্বিক মানের উচ্চশিক্ষার জন্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই। আমরা উচ্চশিক্ষা ও গবেষণার একটা সুস্থ পরিবেশ তৈরি করে যেতে চাই।

রোববার (২২ ডিসেম্বর) শিক্ষা উপদেষ্টা বলেন, স্বল্প সময়ের মধ্যেই দলীয়করণ বাদ দিয়ে একটা পরিবেশ করতে চাচ্ছি। যেখানে মেধার স্বীকৃতি ও বৈশ্বিকমানের শিক্ষক তৈরী করতে চাই।

তিনি আরও বলেন, আগের মত দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতি যেন ফিরে না আসে। এখন যাদের নিয়োগ দেয়া হচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য উদাহারণ হয়ে থাকবে।

Shoroter Joba

Scroll to Top