দেশে বিদেশে মিডিয়ার উদ্যোগে ঢাকায় বিজয় দিবস উদযাপিত – DesheBideshe

দেশে বিদেশে মিডিয়ার উদ্যোগে ঢাকায় বিজয় দিবস উদযাপিত – DesheBideshe

দেশে বিদেশে মিডিয়ার উদ্যোগে ঢাকায় বিজয় দিবস উদযাপিত – DesheBideshe

ঢাকা, ২০ ডিসেম্বর – মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৮ ডিসেম্বর (বুধবার) কানাডার প্রথম বাংলা মিডিয়া ‘দেশে বিদেশে”র উদ্যোগে রাজধানী ঢাকার ধানমন্ডি ক্লাবের অডিটোরিয়ামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে এক ঝাঁক কন্ঠশিল্পী ও আবৃত্তি শিল্পী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশে বিদেশে’র প্রধান সম্পাদক নজরুল মিন্টো। আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর, অধ্যাপক ইন্দুপ্রভা, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ড. মমতাজ মমতা, সংগীত শিল্পী মাহমুদুল হাসান, সুবির ধর বিলু প্রমুখ।

এ টি এম জাহাঙ্গীর, মমতাজ মমতা, তানভীর আলম সজীব, কাঞ্চন মোস্তফা, ঝুমা খন্দকার, বনা রাণী হালদার, মাহমুদুল হাসান, বিজন মিস্ত্রী, সুনীল সুত্রধর, ড.পরিতোষ মণ্ডল, মিরাজুল জান্নাত সোনিয়া, সুকন্যা মজুমদার, গানরাজ বাদল, শ্যামল কুমার, শাহিনা পারভীন ও প্রমা খান।

আবৃত্তিতে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রথিতযশা আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও অনিমেষ কর। কী বোর্ডে ছিলেন সজীব, তবলায় বাদল চৌধুরী ও গিটারে ছিলেন নাসির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুকন্যা মজুমদার।



Scroll to Top