এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পরাজয় যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের লড়াইয়ে শনিবার রাতে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে সিটির নবম হার এটি। বাকি তিন ম্যাচের দুটিতে ড্র আর জিতেছে কেবল একটিতে।
অ্যাস্টন ভিলার ঘরে মাঠে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন জন ডুরান ও মরগান রজার্স। সিটির ব্যবধান কমানো গোলটি আসে ফিল ফোডেনের পা থেকে।
প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলে ষষ্ঠ হার দেখল সিটি। তাতে ২৭ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে টানা চারবারের লিগ চ্যাম্পিয়ন দলটি। সিটি থেকে এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে এসেছে অ্যাস্টন ভিলা। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।
ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। মরগানের পাস থেকে গোল করেন ডুরান। লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ভিলা। বিরতির পর নেমে ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান রজার্স। জন ম্যাকগিনের পাস থেকে গোল আদায় করেন।
পিছিয়ে পড়া সিটি যোগকরা সময়ের তৃতীয় মিনিটে ভিলার জালে বল পাঠায়। ফিল ফোডেনের পাসে ব্যবধান কমায় সিটি। পরে হারা নিয়েই মাঠ ছাড়তে হয় প্রিমিয়ার লিগ জায়ান্টদের।